দেশজুড়ে

সারাদেশে ম্যাটস-ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি কর্মসূচি

সারাদেশে মেডিকেল শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোথাও শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

Advertisement

ময়মনসিংহপাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।

নওগাঁবেলা সাড়ে ১১টার দিকে পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রথমে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেয় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

ফেনীদুপুরে এমবিবিএস শিক্ষার্থীদের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা। জেনারেল হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধনে অংশ নেয়।

Advertisement

রংপুর শহরের মেডিকেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এসময় সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে মিছিলটি ফিরে যাওয়ার সময় একই পথে চার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসে ম্যাটস শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরপাঁচ দফা দাবিতে একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজশাহীরাজশাহীতে দ্বিতীয় দিনের মত চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এরআগে রোববার থেকে পাঁচ দফা দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন তারা। আর চিকিৎসকদের কমপ্লিট শাট ডাউনের দ্বিতীয় দিনে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রামেক হাসপাতালের রোগী ও স্বজনরা।

আরএইচ/এমএস

Advertisement