জাতীয়

সড়কে আহত জুঁইকে ৩ লাখ টাকা দিলো বিআরটিএ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জাকিয়া সুলতানা জুঁইকে (১৪) তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়।

Advertisement

গত ১৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড সংলগ্ন মহিলা মাদরাসা রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাকিয়া সুলতানা জুঁই গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত তার বড় বোন জান্নাতুল ফেরদৌস জ্যোতি দেখতে পান, তাদের মা নিথর অবস্থায় সড়কে পড়ে আছেন। তাদের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলেও দুর্ভাগ্যজনকভাবে তিনি বেঁচে ফিরতে পারেননি।

দুর্ঘটনার পর আহত জুঁইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শয্যা সংকটের কারণে তাকে বি এন কে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে রিপোর্ট অনুসারে, শিশুটির কাঁধে (ক্লাভিকল) ফ্র্যাকচার হয়েছে এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার মাথার ডান দিকের পার্শ্বস্থ হাড়ে লিনার ফ্র্যাকচার ধরা পড়ে।

বিষয়টি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের দৃষ্টিগোচর হলে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৯ মোতাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিজ উদ্যোগে তাৎক্ষণিক চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তার নির্দেশনা দেন। প্রাথমিক তদন্ত শেষে আইন ও বিধি অনুসারে আহত জুঁইয়ের বড় বোন জান্নাতুল ফেরদৌস জ্যোতির অনুকূলে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

Advertisement

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে তার বোনের অনুকূলে তিন লাখ টাকার অ্যাকাউন্ট পে-চেক হস্তান্তর করা হয়।

এসইউজে/এমকেআর/এমএস