শিক্ষা

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দাবি শিক্ষার্থীদের

ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের এ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাকিন শাদাব ও ফারাবি জিসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রুদ্র, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) আবির এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফুয়াদ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি দেশে ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ চরম অবনতি রাষ্ট্রের প্রশাসনিক ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে দায়িত্বশীল ব্যক্তিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, যার ফলে অপরাধের মাত্রা আরও বাড়ছে।

Advertisement

তারা আরও বলেন, আমরা এ দুর্ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং দেশের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে ১৩টি দাবি উপস্থাপন করছি। আশা করছি, সরকার আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ন্যায়সংগত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দিয়ে বাধ্য হবো।

শিক্ষার্থীদের দাবি

• ধর্ষণসহ সব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে অপরাধীর পরিচয় সরকারিভাবে প্রচার করতে হবে।

• নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংস্কার এবং ৪(খ) ধারা সংশোধন করে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে।

• শুধু ধর্ষণ মামলার বিচারের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এ ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতে বহাল রাখতে হবে।

Advertisement

• প্রতিটি থানায় প্রশাসনিক এবং মাঠপর্যায়ের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে।

• যেসব থানায় ওসি ও গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, সেখানে দ্রুত নিয়োগ দিতে হবে।

• প্রতিটি থানায় নারী ও শিশুবান্ধব শাখা চালু করে এ বিষয়ক অভিযোগ দায়ের সহজীকরণ করত হবে।

• প্রতিটি এলাকা, বিশেষ করে অপরাধপ্রবণ এবং মহাসড়কগুলোতে পোস্ট গার্ড নিয়োগ ও তাদের নন-লিথাল অস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে।

• প্রতিটি থানার পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক অথবা এলাকাভিত্তিক ২৪ ঘণ্টা আনসার বাহিনী কিংবা সমপর্যায়ের বাহিনী সংবলিত নিরাপত্তা টহল দলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

• প্রশাসন ও বিচার বিভাগের কার্যবলী রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), কানাডিয়ান ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএএইচ/ইএ