কুমিল্লার ছয় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে প্রাথমিক শিক্ষার কার্যক্রমে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই বর্তমানে এসব স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩২ জন, বুড়িচং উপজেলায় ২৬ জন, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ১৫ জন, দেবিদ্বার উপজেলায় ৫৯ জন, মুরাদনগর উপজেলায় ৫৭ জন ও মেঘনা উপজেলায় ২৩ জন, হোমনা উপজেলায় ২৭ জন, তিতাস উপজেলায় ৩৩ জন, দাউদকান্দি উপজেলায় ৫৪ জন, লাকসাম উপজেলায় ২০ জন, লাঙ্গলকোট উপজেলায় ৫১ জন, সদর দক্ষিণ উপজেলায় ৩৩ জন, বরুড়া উপজেলায় ৫০ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৩৯ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ৬৫ জন এবং চান্দিনা উপজেলায় ২০ জনসহ ৬০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। পদোন্নতির কার্যক্রমে জটিলতার কারণে পদগুলো দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের শূণ্য পদ পূরণ ও পদোন্নতি জটিলতা নিরসনকল্পে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন পদোন্নতি বঞ্চিত শিক্ষক-শিক্ষিকাগণ। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিছ আরা বেগম জাগো নিউজকে জানান, যেসব স্কুলে প্রধান শিক্ষক নেই, শিগগিরই সেসব স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে।মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি
Advertisement