দেশজুড়ে

বাড়ির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাড়ির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল আলম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌজিমের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, সন্ধ্যার পর বাড়িতে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক তারে সমস্যা হয়েছে কি না দেখছিলেন শামসুল আলম। এসময় বাড়ির আঙ্গিনায় বৈদ্যুতিক তারের ওপর একটি সুপারি গাছ ভেঙে পড়তে দেখতে পান তিনি। সেটি সরিয়ে কাজ করতে গেলে তারে শক লেগে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা উদ্ধার করে তাকে রামু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ জানান, নিহত ব্যক্তির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

Advertisement

সায়ীদ আলমগীর/জেডএইচ/জিকেএস