জাতীয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো: আইন উপদেষ্টা

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতের ভিন্নতা নেই। তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই।

Advertisement

মঙ্গলবার (২২জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন) নেতাদের বৈঠক শেষে যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের মধ্যে (রাজনৈতিক দলের নেতাদের মধ্যে) কেউ কেউ বলেছে রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। কিন্তু তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এ ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এ ধরনের ধারণা আমাদের করা উচিত না। রাজনৈতিক দলগুলো আমাদের আশ্বস্ত করেছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় হাইলাইট করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে সুষ্ঠুভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত।

Advertisement

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের মধ্যে ঐক্য আছে- এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, যদি একসঙ্গে থাকেন আর মানুষ যদি তা দেখে তাহলে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মানুষ দেখে খুশি হবে।

আরও পড়ুন

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

এ সময় রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, ওনাদের মধ্যে ঐক্য আছে এটার প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুক না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন ওনারা এসে হাজির হন।

Advertisement

দলগুলো ড. ইউনূসকে আরও জানান, তাদের মধ্যে যে ঐক্য আছে তার আরেকটি প্রমাণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা নিয়মিত যাচ্ছেন, কথা বলছেন।

রাজনৈতিক দলের নেতারা আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের ঐক্য ও একতা নিয়ে সরকারের মধ্যে কোনো রকম হতাশা, প্রশ্ন বা কোনো রকম টেনশন থাকার দরকার নেই।

আসিফ নজরুল জানান, তারা (রাজনৈতিক দলগুলো) আইডেন্টিফাই করেছেন দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ফ্যাসিস্টের সহযোগী যারা রয়েছে, তারা মাঝে মাঝে মাথাচড়া দেওয়ার চেষ্টা করছে। সরকার যেন প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

রাজনৈতিক দলের নেতারা আরও বলেছেন, ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলে সবাই আলোচনায় অংশ নেবেন, মতামত প্রকাশ করবেন, একসঙ্গে সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এমইউ/এএমএ