খেলাধুলা

দুরন্ত স্পোর্টস গ্যালারির আয়োজনে চেস মাস্টার-২০২৫ প্রতিযোগিতা

দুরন্ত স্পোর্টস গ্যালারির আয়োজনে চেস মাস্টার-২০২৫ প্রতিযোগিতা

আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইনশপ দুরন্ত স্পোর্টস গ্যালারির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চেস মাস্টার-২০২৫ প্রতিযোগিতা। কিশোর ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হৃশিন তালুকদার এবং রানারআপ হয়েছেন আজান মাহমুদ।

Advertisement

রোববার (২০ জুলাই) দুরন্ত স্পোর্টস গ্যালারির আফতাবনগর শোরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার ও কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। এ সময় আন্তর্জাতিক দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি, দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব বিজনেস মো. সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস মো. কামাল হোসেন এবং আরএফএল রিটেইলের ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাণী হামিদ বলেন, আমি চাই সবাই যেন দাবা ও অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত হয়। বিশেষ করে নারী দাবাড়ুদের অংশগ্রহণকে আমি সবসময় উৎসাহ দেই এবং আশা করি, দুরন্ত স্পোর্টস গ্যালারি ভবিষ্যতে নারীদের জন্যও বিশেষ দাবা প্রতিযোগিতার আয়োজন করবে।

দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব বিজনেস মো. সিরাজুল গনি মঞ্জু বলেন, আমরা সবসময় চাই যুবসমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। আমরা এ ধরনের আয়োজন করি যেন খেলাপ্রেমীরা অংশ নিতে পারেন। আমরা ভবিষ্যতেও নানা ধরনের খেলার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব।

Advertisement

ভোক্তাদের হাতে সাশ্রয়ীমূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে রাজধানীসহ সারাদেশে দুরন্ত স্পোর্টস গ্যালারির ১৩০টি শোরুম চালু রয়েছে।

এএমএ