ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরা- ১২ নম্বরের কবরস্থানের জায়গা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ কবরস্থানে কোনো মরদেহ আসেনি।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কবরস্থানের দ্বায়িত্বপ্রাপ্ত বা মোহরার মনিরুল ইসলাম। এসময় কবরস্থানে কোনো প্রস্তুতিও চোখে পড়েনি।
মনিরুল ইসলাম বলেন, মাইলস্টোনে নিহতদের এখানে দাফন করার ব্যাপারে আমরাও শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো মরদেহ আসেনি। কোনো মরদেহ আসলে কবর খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নেওয়া হবে।
আরও পড়ুন
Advertisement
এর আগে মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।’
এ দুর্ঘটনায় এরই মধ্যে ৩১ জন মারা গেছেন। এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এসএম/কেএসআর/এমএস
Advertisement