মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে ৯টার দিকে চৌকিটের পাসার রাজা বট (পাসার চৌকিট নামে বেশি পরিচিত) এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
অভিযানের সময় বেশ কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেছিলেন। কেউ কেউ পড়ে গিয়ে তাদের জিনিসপত্র ফেলে রেখে যায়। কিন্তু অপারেশন কুটিপে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ছিল বাজারের কর্মী এবং গ্রাহক, কিছু বিদেশি কর্তৃপক্ষের সহানুভূতি অর্জনের চেষ্টা করছিল যেন তাদের আটক না করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, তার বিভাগ ১০৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। যার মধ্যে ৮০ জন পুরুষ এবং ২৩ জন নারী রয়েছে যাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।
Advertisement
অভিযানে মোট ১৩৬ জনকে তল্লাশি করা হয়েছে এবং ফলস্বরূপ, ১০৩ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়ার ৫৯ জন পুরুষ এবং ২১ জন নারী, বাংলাদেশের ১৩ জন পুরুষ এবং মিয়ানমারের তিনজন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন।
এছাড়াও, চারজন ভারতীয় পুরুষ এবং একজন ইয়েমেনি পুরুষকে আটক করা হয়েছে। অভিযানে ৫২ জন কর্মী ও অফিসার অংশ নিয়েছিলেন।
পরবর্তী পদক্ষেপের জন্য অভিবাসন আইনের ধারা ১৫(১) (সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে আটকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বিদেশিদের বিষয়ে অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
ওয়ান মোহাম্মদ সৌপি বলেছেন, বিদেশি যারা এই দেশে কাজ করতে চান তাদের আইন অনুসারে বৈধ ভ্রমণ নথি এবং পারমিট থাকতে হবে। এছাড়া নিয়োগকর্তাদের এমন বিদেশিদের নিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে যাদের সম্পূর্ণ কাগজপত্র আছে।
Advertisement
এমআরএম/জিকেএস