দেশে তাপপ্রবাহের আওতা বেড়েছে। গতকাল রাজশাহী বিভাগের পাশাপাশি দেশের তিন জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ নতুন করে আরও ৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এই জেলাগুলোতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আরও পড়ুনটানা চারদিন বইছে তাপপ্রবাহ, বাড়ছে গরমচুয়াডাঙ্গায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ততবে গতকাল রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হলেও আজ ১ ডিগ্রি কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আরএএস/ইএ/জেআইএম
Advertisement