জাতীয়

অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে ২২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে ২২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান মোজাইক ব্র্যান্ড লিমিটেডের কাছে বকেয়া আদায়ের দাবিতে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের ২২টি পোশাক কারখানার শ্রমিক ও তাদের প্রতিনিধিরা।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার, সহ-সভাপতি অঞ্জন দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরীসহ শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশ শেষে তাসলিমা আখতার ও শ্রমিক প্রতিনিধি আবদুল মালেকের নেতৃত্বে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিষয়টি নিয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন ডেপুটি হাইকমিশনার। তবে তা আইনি প্রক্রিয়াভিত্তিক হবে বরে জানান তিনি।

আরও পড়ুনকর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নত হয়েছে, কাজের পরিবেশের উন্নতি হয়নি

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মোজাইক ব্র্যান্ড বাংলাদেশের ২২টি কারখানার বিপুল অর্থ আত্মসাৎ করেছে। এরই মধ্যে বকেয়া না মেটানোর কারণে জাস অ্যাপারেলস বন্ধ হয়ে গেছে। অন্যান্য কারখানাও একই পরিণতির আশঙ্কায়।

Advertisement

তারা অবিলম্বে আত্মসাৎ করা প্রায় ২৫০ কোটি টাকা ফেরত আনা, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান এবং মোজাইক ব্র্যান্ডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর দাবি জানান।

সমাবেশ থেকে জানানো হয়, প্রতারণা ও দেউলিয়া অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করতে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

কেএইচ/ইএ/জেআইএম

Advertisement