বিনোদন

ক্ষমা চেয়েও আদালতের নোটিশ পেলেন অনুরাগ

ক্ষমা চেয়েও আদালতের নোটিশ পেলেন অনুরাগ

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপ সম্প্রতি ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জেরে আইনি সমস্যায় পড়েছেন তিনি। তাকে সুরাট আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে তাকে আগামী ৭ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, অনুরাগের মন্তব্যের পর সুরাটের আইনজীবী কমলেশ রাওয়াল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আদালত অনুরাগের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তার পরবর্তী ক্ষমা প্রার্থনার প্রমাণ হিসেবে গ্রহণ করে নোটিশ ইস্যু করে।

আদালতে অনুরাগ কাশ্যপ বা তার আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপস্থিত থাকলে আদালত একতরফা রায় দিতে পারে বলেও জানানো হয়েছে।

আইএনএস-এর সাথে কথা বলার সময় কমলেশ রাওয়াল জানান, অনুরাগের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় আদিত্য দত্তা নামের এক ব্যক্তি তাকে সতর্ক করেন। জবাবে অনুরাগ কাশ্যপ ব্রাহ্মণ সম্প্রদায়ের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এরপর রাওয়াল একাধিক আইনি ধারায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

Advertisement

এছাড়াও তার নামে আরেকটি অভিযোগ মুম্বাইয়েও দায়ের করা হয়েছে। সেটি করেছেন আরটিআই কর্মী অতীশ তিওয়ারি।

ঘটনার সূত্রপাত হয় যখন অনুরাগ কাশ্যপের একটি পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ব্রাহ্মণরা তোমার বাবা। তুমি যত তাদের সঙ্গে ঝামেলা করবে, তারা তত তোমাকে পুড়িয়ে দেবে।’ জবাবে অনুরাগ লেখেন, ‘ব্রাহ্মণদের উপর আমি মূত্রত্যাগ করব... কোনো সমস্যা?’ তার এই মন্তব্য দ্রুতই নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তীব্র সমালোচনার মুখে অনুরাগ কাশ্যপ পরে সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্বীকার করেন, রাগের বশে তিনি সীমা অতিক্রম করেছিলেন। দুঃখ প্রকাশ করে জানান, তার মন্তব্য তার পরিবার, শ্রদ্ধেয় মেধাবী ব্যক্তিত্ব এবং পুরো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। ভবিষ্যতে তিনি আরও সংযত ও ভেবেচিন্তে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন অনুরাগ।

এলআইএ/জেআইএম

Advertisement