পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির পিটারস স্কোয়ারে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশের সময় তাকে স্বাগত জানান ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি পোপ ফ্রান্সিসের কফিনের সামনে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুনপোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ড. ইউনূসঅনুষ্ঠানের আগে এবং পরে বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবে, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক এবং গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, নরওয়ের রাজপুত্র ও রাজকন্যা, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিশটেনস্টাইনের রাজপুত্র ও রাজকন্যা, বিশ্ব-স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ এবং শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
Advertisement
এমইউ/এমএএইচ/জেআইএম