বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে জামালপুরের ইসলামপুরে কর্মশালা হয়েছে।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার মলমগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালা হয়। এতে ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা হাজির হয়েছিলেন।
ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য তুলে ধরেন উদ্যোক্তা ও সমাজ কর্মী শরিফুল ইসলাম খান (ফরহাদ)। তিনি চিত্রগ্রাফের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ভিশন তুলে ধরেন।
কর্মশালা প্রসঙ্গে শরিফুল ইসলাম খান বলেন, বিএনপি সব সময় মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, আমরা তার স্বপ্নকে ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমি আজ পাথর্শী ইউনিয়ন থেকে কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো উপজেলার প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরবো।
Advertisement
কর্মশালাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক।
জেডএইচ/জেডএইচ/জেআইএম