দেশজুড়ে

সাভারের সড়কে আজও স্বস্তি, থেমে থেমে গাড়ির চাপ

সাভারের সড়কে আজও স্বস্তি, থেমে থেমে গাড়ির চাপ

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার অন্যতম বহির্গমন পথ সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক রয়েছে স্বস্তিদায়ক। বাস টার্মিনালে অন্যান্যবারের চেয়ে ঘরমুখো মানুষের চাপ ছিলো তুলনামূলক কম। এছাড়া অনেক স্থানেই থেমে থেমে যানবাহনের চাপ তৈরি হলেও যানজট দেখা যায়নি।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অতিরিক্ত যানবাহন ও ঈদে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। এ সময় উত্তরবঙ্গগামী যানবাহনগুলো থেমে থেমে চলতে দেখা গেলেও যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কেও যানচলাচল ছিলো স্বাভাবিক।

তবে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা গেছে। এসময় যানবাহনগুলো থেমে থেমে চলতে দেখা গেছে। এছাড়া বাসকাউন্টারেও যাত্রীদের উপস্থিতি ছিলো তুলনামূরক কম। হাইওয়ে ও ট্রাফিক পুলিশ জানায়, ২৫ মার্চ থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি শুরু হওয়ায় গত দুদিনে কয়েক লাখ মানুষ সাভার-আশুলিয়া ছেড়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরের পর বাকি কারখানার সিংহভাগ ঈদের ছুটি দেওয়া হলে অনেক শ্রমিক বাড়িতে চলে যায়। ফলে শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে বাইপাইল এলাকায় যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার পর থেকে সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে পারে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, 'এখন পর্যন্ত সাভারের সব সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় কিছুটা চাপ রয়েছে। কোথা যানজটের খবর পাওয়া যায়নি। আজ সন্ধ্যার পর থেকে শিল্পাঞ্চল এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে পারে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা ও হাইওয়ে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

Advertisement

মাহফুজুর রহমান নিপু/এএইচ/এমএস