যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে না পারার সাংবিধানিক সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে, তিনি এ কথা বলেন।
Advertisement
সাক্ষাৎকারে, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের পরেও প্রেসিডেন্ট থাকার চেষ্টা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে না পারার যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তা এড়ানো যেতে পারে।
এর আগেও ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে, তিনি পরের মেয়াদেও নির্বাচন করতে চান। তখন তার এই বক্তব্যকে রসিকতা বলে দাবি করেছিলেন অনেকে। কিন্তু রোববারের সাক্ষাৎকারে ট্রাম্প বেশ গুরুত্ব দিয়েই তৃতীয় মেয়াদে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, না, আমি মজা করছি না। আমি মজা করছি না। এমন ‘পদ্ধতি’ আছে যা দিয়ে আপনি সাংবিধানিক সীমাবদ্ধতা এড়াতে পারেন। অর্থাৎ এবার তিনি রসিকতা করেননি। তবে এটা নিয়ে এখনই ভাবার সময় হয়নি।
Advertisement
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টানা দুই বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। তবে সাংবিধানিক সংশোধনী বাতিল করার সুযোগ রয়েছে। আর তার জন্য জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট ও ৫০টি মার্কিন রাজ্যের তিন-চতুর্থাংশের আইনসভার অনুমোদন প্রয়োজন হবে।
এদিকে, চলতি বছর দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার সময় সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বয়স ছিল ৭৮ বছর। যদি তিনি ২০২৮ সালের নভেম্বরের নির্বাচনে প্রতিযোগিতা করে জয়লাভ করেন , তবে তার বয়স হবে ৮২। সূত্র: দ্য গার্ডিয়ান
এসএএইচ
Advertisement