প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দুটিতেই হেরে ভক্ত-সমর্থকদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়ারা।
Advertisement
সমালোচকদের তির্যক মন্তব্য থেকে বাঁচতে হলেও তৃতীয় ম্যাচে জয়ের জন্য উন্মুখ মুম্বাই। আজ সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হার্দিকের দল।
টেবিলের তলানিতে থাকা মুম্বাই ওপরের দিকে ওঠার আশায় সোমবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বোলিং নেওয়ার কারণ হিসেবে অধিনায়ক হার্দিক জানান, ফ্রেশ উইকেটে বোলিং ভালো হবে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিশির বাড়বে। ফলে রান তাড়া করে জয় সহজ হবে।
Advertisement
কেকেআরের বিপক্ষে মুম্বাই একাদশে ফিরেছেন উইল জ্যাকস। এছাড়া ফ্র্যাঞ্জাইজিটিতে আজ অভিষেক হয়েছে অশ্বিনী কুমারের।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: সুনিল নারিন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, অঙ্কৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর।
এমএইচ/
Advertisement