দেশজুড়ে

জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

ঈদের দিন সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নয়ন হোসেন। সে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফুল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, ঈদের দিন দুপুরে নয়নসহ তারা ১৩ বন্ধু একটি পিকআপ ভাড়া করে পর্যটনকেন্দ্রে জাফলংয়ে বেড়াতে যায়। সেখানে তারা একটি নৌকা ভাড়া করে পিয়াইন নদীর জিরোপয়েন্ট এলাকায় ঘুরছিল। হঠাৎ পানিতে পড়ে যায় নয়ন। সে সাঁতার না জানায় ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হবিগঞ্জ থেকে নয়নসহ ১৩জন মিলে জাফলং ঘুরতে আসেন। এসময় তারা একটি নৌকা ভাড়া করে জিরো পয়েন্ট এলাকায় ঘুরছিল। হঠাৎ করে সকলের অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। সে সাঁতার জানতো না। পরে ডুবুরিরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে নয়নের মরদেহ উদ্ধার করেন।

ওসি তোফায়েল আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

Advertisement