সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নাটক-সিরিজে অভিনয় করে দর্শক মাতিয়ে চলেছেন তিনি। প্রায়ই শোনা যায় সিনেমাতেও পা রাখতে যাচ্ছেন। তবে শেষাবধি সব খবর গুজবেই মিলিয়ে গেছে। কেয়া আরও সময় নিতে চান বড় পর্দায় অভিনয়ের জন্য। আপাতত তিনি ছোট পর্দার স্টারডমকেই উপভোগ করছেন।
Advertisement
এদিকে সম্প্রতি কেয়া পায়েল তার উচ্চতর শিক্ষা শেষ করেছেন। গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওতে অবস্থিত সাউথইস্ট ইউনিভার্সিটির ৮’ম সমাবর্তনে অংশগ্রহণ করে এলএলবি সম্পন্ন করার সার্টিফিকেটও হাতে নিয়েছেন। একজন তারকা শিক্ষার্থী হিসেবে সেদিন তিনি ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন।
কেয়া পায়েল বলেন, ‘আমার পরিবারের সবসময়ই ইচ্ছে ছিলো আমি অভিনয়ে নিয়মিত থাকি কিংবা না থাকি আমি যেন পড়াশুনাটা ঠিকঠাক মতো করে যাই। বিশেষত আম্মু সবসময়ই চাইতেন। তিনি অনেক হেল্পও করেছেন আমাকে। আমিও শুটিং শেষে যেটুকু সময় পেয়েছি পড়াশুনাটাও ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি। অবশেষে এলএলবি সম্পন্ন করতে পেরে আনন্দিত আমি। আমার ইউনিভার্সিটির সকল শিক্ষক, আমার সহপাঠিদের প্রতি অনেক কৃতজ্ঞতা।’
রাজধানীর উত্তরার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছেন কেয়া পায়েল।
Advertisement
এদিকে কেয়া পায়েল আজ থেকে নতুন একটি নাটকের শুটিংয়ে যোগ দিয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মিফতাহ আনানের নির্দেশনায় নাটকটি আসছে ঈদেই মুক্তি পাবে। এছাড়াও তিনি সম্প্রতি মহিমদুল মহিম, তৌফিকসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে কাজ করবেন।
এলআইএ/এমএস