আন্তর্জাতিক

ভারতে তুষারধসে নিহত ৪, এখনো নিখোঁজ কয়েকজন

ভারতের উত্তরাখণ্ডে প্রবল তুষারধসে আটকে পড়েছিলেন ৫৫ জন শ্রমিক। শনিবার (১ মার্চ) দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। তবে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

Advertisement

জানা গেছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথের অদূরে মানা গ্রামে তুষারধসের পরে ২৪ ঘণ্টার বেশি কেটে গেছে।

দুর্ঘটনার পরে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) বরফের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে।

ভারতীয় সেনাও শুক্রবার থেকেই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টাতে ফল মিলেছে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

Advertisement

দুর্ঘটনাস্থলের রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। মানা গ্রাম এবং মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement