চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
Advertisement
ওই শিশুর নাম ওযাজিহা নুসরাত নুহা (২)। সে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে।
নুহার স্বজন মেহেদী হাসান জানান, নুহা আমার মেয়ে মুনতাহার সঙ্গে দুপুরে খেলাধূলা করছিল। একপর্যায়ে আমার মেয়ে ঘরে চলে গেলে নুহা সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নুহাকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস
Advertisement