জাতীয়

পিরোজপুরে ৫টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই

পিরোজপুরে ৫টি বাস রিকুইজিশনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের দুইটি পরিবার ও আন্দোলনে আহত বৈষম্যবিরোধী ছাত্ররা আবেদন, অনুরোধ ও চাপ (প্রেশার) দিয়ে বাসগুলো নিয়েছে।

Advertisement

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানীসহ সারাদেশ থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্ররা আসেন। সমাবেশ থেকে দলটির আহ্বায়ক হিসেবে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনসহ কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।

এই আয়োজনে অংশ নেওয়ার জন্য পিরোজপুরে ডিসি অফিসের মাধ্যমে ৫টি বাস রিকুইজিশনের অভিযোগ ওঠে। শনিবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ বিষয়ে ব্যাখ্যা দেন।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্য করেছি, পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করা হয়েছে। অভিযোগ উঠেছে সেখানকার ডিসি (ডিস্ট্রিক্ট কমিশনার) অফিস এই রিকুইজিশনে সহায়তা করেছে। কিছু কিছু অভিযোগে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে, অন্তর্বর্তী সরকারই হয়তো রিকুইজিশন করতে সহায়তা করেছে।

প্রেস সচিব বলেন, আমি ব্যর্থ কণ্ঠে বলব, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই। পিরোজপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। ডিসি আশরাফুল আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (পিরোজপুর শাখা) ও নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের কথা জানিয়েছে। তারা ডিসি মহোদয়ের কাছে চিঠিও দিয়েছে।

ডিসি তাকে জানান, গণঅভ্যুত্থানে যারা জুলাই-আগস্টে নিহত হয়েছিলেন এমন দুইজনের পরিবারসহ যারা আহত হয়েছিলেন তারা এসে অনুরোধ করেন। সেই অনুরোধ ও এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশনের ব্যাপারে সাহায্য করা হয়। এ বাসগুলোর পেট্রোলসহ কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এ ব্যাপারে মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গেও কথা হয়েছে। এতে সরকারের কোনো ভূমিকা নেই। এ ধরনের ঘটনা আরও কোথাও হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শফিকুল আলম।

এমইউ/এএমএ/এমএস

Advertisement