জাতীয়

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোজ্যতেলের (খোলা ও বোতলজাত) সরবরাহ পরিস্থিতি আমরা প্রতিনিয়ত মনিটর করছি। খোলা তেলের দাম ইতামধ্যে কমা শুরু হয়েছে। সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দাম আরেকটু ভালো জায়গায় যাবে।

Advertisement

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভোজ্যতেলের সংকট ও দাম বাড়ার ব্যাপারে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শফিকুল আলম বলেন, কেউ কেউ বলছেন, বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে। আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি, যাতে করে সবার কাছে তেল সাশ্রয়ী ও সহজলভ্য হয়।

এমইউ/এএমএ/এমএস

Advertisement