জাতীয়

আমরা সব দলের কাছে সমান: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সব দলের কাছে আমরা সমান।

Advertisement

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণে সুন্দর একটা (ফ্রি অ্যান্ড ফেয়ার) নির্বাচন যাতে হয় সে ব্যাপারে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকার সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে সুন্দর, অবাধ ও স্বচ্ছ একটি নির্বাচনে সব দল অংশ নিতে পারে। এটা সরকারের মূল দায়িত্ব।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

Advertisement

এমইউ/এমএএইচ/এমএস