সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
Advertisement
শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার বাবলাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের হাতে লাঠিসোটা দেখা গেছে।
কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক রুবেল রানা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এতে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ)। পরের দিন দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের একাংশ।
Advertisement
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ) জাগো নিউজকে বলেন, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি সত্যি দুঃখজনক। মূলত স্থানীয় কিছু সিনিয়র নেতার পরামর্শে ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এ ঘটনায় অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/জেডএইচ/এমএস