অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ভালোবেসে ঘর বেঁধেছেন পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। সম্প্রতি হয়ে গেল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর সামাজিকমাধ্যমের এক পোস্টে রাজীবের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার বিশেষ দিনটি কেমন ছিল, সেই গল্প তুলে ধরেছিলেন মেহজাবীন।
Advertisement
এবার মেহজাবীনকে নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করলেন রাজীব।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি কেবল একজন সাধারণ মানুষ, যে কিনা শিল্প তৈরির চেষ্টা করি। চেহারা হোক কিংবা প্রতিভা, উভয় ক্ষেত্রেই আমি খুব সহজ। তবুও কোনো না কোনোভাবে, সৃষ্টিকর্তা সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছেন। আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন এবং এখন, তিনি তোমাকে আমার করে দিয়েছেন; সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার।’
মেহজাবীনকে নিজের শক্তি দাবি করে রাজীব আরও লেখেন, ‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, পরিত্রাতা এবং সেরা বন্ধু। চিরকালের জন্য পেয়েছি তোমায়, মেহজাবীন চৌধুরী।’
Advertisement
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বসুন্ধরা আবাসিক এলাকায় বিয়ে করেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। এরপর সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এমআই/এলআইএ/এএসএম