দেশজুড়ে

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) এদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Advertisement

গত ৩ মাসে ৪০৫ জনকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে বিএসএফ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জন ঠেলে পাঠানো হয়। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে পুরুষ ছয়জন, নারী ৯ জন ও শিশু ৪ জন রয়েছে।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ছয়জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস