অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ কবি জুবায়েদ মোস্তফার নতুন কাব্যগ্রন্থ ‘মেঘফুলের নৈঃশব্দ্য’। এটি কবির ৬ষ্ঠ বই। প্রকাশ করছে ঐকতান প্রকাশন।
Advertisement
প্রকাশক জানান, বইটি অমর একুশে বইমেলায় প্রকাশনীর ২৭৯ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ২২০ টাকা।
জুবায়েদ মোস্তফা বলেন, ‘এটি কোনো শব্দগুচ্ছের সংকলন নয় বরং প্রতিটি কবিতা একেকটি অনুরণন। যেখানে মেঘের মতো দুঃখ জমে, ফুলের মতো ভালোবাসা ফোটে, আর নৈঃশব্দ্যের মাঝে গভীর অভিব্যক্তি ছড়িয়ে পড়ে।’
আরও পড়ুন আদনীন কুয়াশার থ্রিলার ‘ক্রোধ কিংবা প্রলয়’ বইমেলায় ডা. প্রিন্স ঘোষের গল্পের বই ‘বিবর্ণ’জুবায়েদ মোস্তফা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি নিয়মিত জাতীয় দৈনিকে কলাম, চিঠিপত্র, গল্প-কবিতা লেখেন।
Advertisement
জুবায়েদ মোস্তফার প্রকাশিত বইসমূহ—‘অগ্নিশিখা’, ‘আলো আঁধারের সন্ধিক্ষণ’, ‘রঙিন ফুলের স্বপ্ন’, ‘সাইক্লোনের শহরে সন্ধি’ এবং ‘মন করিডোরে আলোর মিছিল’।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন কলকাতা মহানগরী সাহিত্য পুরস্কার, সময়ের সুর সাহিত্য পুরস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পদক, সুকান্ত ভট্টাচার্য স্মৃতি পদকসহ নানা সম্মাননা।
এসইউ/এএসএম
Advertisement