একুশে বইমেলা

গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি গোলাম মোস্তফার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’। বইটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজকে। প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান এক রঙা এক ঘুড়ি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ৬১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন শিল্পী নবী হোসেন।

Advertisement

স্কুলজীবনে লেখালেখির চর্চা শুরু করেন গোলাম মোস্তফা। কবিতার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় জীবনে। প্রায় দুই যুগ ধরে লিখে চলেছেন। এর আগে মলাটে বন্দি হয়েছে তার দুটি গল্পগ্রন্থ ও একটি কাব্যগ্রন্থ।

গোলাম মোস্তফা বলেন, ‘বইতে উঠে এসেছে বদলে যাওয়া শহর থেকে শুরু করে আলোকিত শহরে অন্ধকারে আমরা কার সাথে বাস করছি। সাদা জোনাকির মন নিয়ে পাতা ঝরার দিনে অবুঝ ভালোবাসা নির্জনে কিভাবে স্বপ্নের ভেতর হারায়। আবার অন্য মনে মন্দ সময়ে জুলাই বিপ্লবের মতো নতুন বাংলাদেশ উঠে এসেছে। উঠে এসেছে হৃদয়ের গভীরতম কথায় মহা জাগতিক প্রেমও।’

আরও পড়ুন প্রাণহীন বইমেলার লিটল ম্যাগ চত্বর  বইমেলা বৈঠকি: ফাগুনের মলাটে বসন্ত 

হেলাল হাফিজকে উৎসর্গের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘বইটি লেখা শেষ হলেই কবি হেলাল হাফিজের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ ছিলেন বলে দেখা করতে পারিনি। এরপর কবি মারা গেলেন। ইচ্ছে ছিল তাঁকে দিয়ে মোড়ক উন্মোচন করাবো। এই ইচ্ছে আর পূরণ হলো না।’

Advertisement

২০২০ সালে একই প্রকাশনী থেকে প্রকাশিত হয় গোলাম মোস্তফার প্রথম কাব্যগ্রন্থ ‘সৌন্দর্য’। ২০২১ সালে প্রথম গল্পগাঁথা ‘গ্রীস ভ্যালী’ ও ২০২৩ সালে দ্বিতীয় গল্পগাঁথা ‘আয়না ও প্রতিবিম্বের বিকেল’ প্রকাশিত হয়। চতুর্থ গ্রন্থ ‘পাতা ঝরার দিনে’ও প্রকাশিত হয়েছে এ প্রকাশনী থেকে।

এসইউ/জিকেএস