একুশে বইমেলা

সাম্প্রতিকের ‘কবি নজরুল সংখ্যা’র লেখা আহ্বান

সাম্প্রতিকের ‘কবি নজরুল সংখ্যা’র লেখা আহ্বান

সমাজ, শিল্প ও সাহিত্যবিষয়ক লিটল ম্যাগাজিন ‘সাম্প্রতিক কবি নজরুল সংখ্যা’ প্রকাশ হতে যাচ্ছে। এই সংখ্যার জন্য আগ্রহীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

Advertisement

সাম্প্রতিকের সম্পাদক আমিরুল বাসার বলেন, ‘মহাত্মা নজরুল, প্রেমিক নজরুল, গানের নজরুল, সাম্যবাদী নজরুল, বিপ্লবী নজরুল, বিদ্রোহী নজরুল, কথাসাহিত্যে নজরুল, দ্রোহের নজরুল, কবিতায় নজরুল, প্রাবন্ধিক নজরুল, বিরহী নজরুল, চলচ্চিত্রে নজরুল, গীতিকার নজরুল, চেতনায় নজরুলসহ প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে যে কোনো বিষয়ের ওপর প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিচারণ, তথ্যমূলক রচনা ও কবিতা পাঠাতে পারবেন।’

আরও পড়ুন প্রকাশিত হলো নববর্ষের অনন্য স্মারকগ্রন্থ  জিওগ্রাফিকা: ঐতিহ্য পর্যটনের নতুন দিগন্ত 

তিনি বলেন, ‘লেখার সঙ্গে লেখকের মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরসহ পূর্ণ ঠিকানা অবশ্যই দিতে হবে। পূর্ণ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর ছাড়া কোনো লেখা গ্রহণ করা হবে না। লেখা পাঠানোর শেষ সময় আগামী ১০ জুলাই। লেখা পাঠানো যাবে samprotikbd@gmail.com ঠিকানায়।’

তিনি আরও বলেন, ‘আশা করছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কবি নজরুল বিষয়ে সবচেয়ে ভালো লেখাগুলো আমরা পাবো। একই সঙ্গে নজরুল প্রেমিক, নজরুল পাঠক, নজরুল ভক্ত ও নজরুল গবেষকদের মনের খোরাক মেটাতে সমর্থ হবে সংখ্যাটি।’

Advertisement

এসইউ/জিকেএস