বিনোদন

কে এই শত্রু, যার জন্য মায়া লাগছে প্রভার

কে এই শত্রু, যার জন্য মায়া লাগছে প্রভার

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে অভিনেত্রীর নতুন এক ফেসবুক পোস্ট নেটিজেনদের মাঝে কিছুটা রহস্য ছড়িয়েছে! সেখানে প্রভা তার এক শত্রুকে নিয়ে কথা বলেছেন। তবে তিনি তার সেই শত্রুর নাম উল্লেখ করেননি।

Advertisement

নিজের বার্তায় প্রভা বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন নারীর কষ্ট বা অপমান তাকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। বরং তিনি সেই দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। এদিকে, শোবিজে যেহেতু এই মুহূর্তে আলোচনায় গায়িকা দিলশাদ নাহার কনার বিয়ে বিচ্ছেদের খবর তাই সবার ধারণা সেদিকেই ইঙ্গিত করেছেন প্রভা। বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি নতুন স্ট্যাটাস দিয়েছেন প্রভা। তিনি লেখেন, ‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নাই।’

কনা কেন প্রভার শত্রু হলেন, সেই আলোচনাও চলছে। কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে প্রভার সংসার ভাঙার পর ন্যান্সি ও প্রভার রহস্যময় পোস্টগুলো বেশ উপভোগ করছেন সবাই।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

Advertisement

এমআই/এলআইএ/জিকেএস