রাজনীতি

প্রকাশ্যে এলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি

দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করতে না পারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে এই শাখার সভাপতির নাম। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে জাহিদুল ইসলামের নাম প্রকাশ্যে এসেছে।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সূত্রে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন এত আগে কেন নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে জামায়াত?  জামায়াত একটি জিনিস করতে পারে, সেটা মুনাফেকি: রিজভী 

জাহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী। তিনি প্রতিষ্ঠানটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং ২০১৯ বর্ষের শিক্ষার্থী। তার সিজিপিএ ছিল ৩ দশমিক ৭৪।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ‘মিট ব্রিলিয়ান্টস’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মাধ্যমে পুরো কমিটি প্রকাশ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

এএএম/কেএসআর/জিকেএস