দেশজুড়ে

নোয়াখালীতে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা দেড়লাখ

নোয়াখালীর চাটখিলে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুর ও নাহারখিল এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisement

এসময় এসএমবি ব্রিকস ও রূপালী ব্রিকস নামের দুটি ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটার অগ্নিনির্বাপণ করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। তিনি জাগো নিউজকে বলেন, অবৈধ দুই ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় আদেশ অমান্য করায় এসএমবি ব্রিকসকে ৫০ হাজার এবং রূপালী ব্রিকসকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম