জাতীয়

অনিয়ম খতিয়ে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে দুদকের অভিযান

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড নির্মাণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) এ অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ইমরান সাঈদ। অভিযানের সময় দুদক টিম সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান, আউটার রিং রোড প্রকল্পের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সিডিএ সচিব রবীন্দ্র চাকমার সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযান সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য নেয় দুদক টিম।

আভিযানিক টিম প্রধান সহকারী পরিচালক ইমরান সাঈদ জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিডিএতে এনফোর্সমেন্ট চালানো হয়েছে। অভিযানে দুই প্রকল্পের নথি পর্যালোচনা করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে জনবল নির্ধারণ বিষয়ক কমিটির সুপারিশ পরিপূর্ণ অনুসরণ না করেই সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ওই প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া প্রকল্পের অন্যান্য জনবল নিয়োগেও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

তিনি বলেন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে অনিয়মের বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় আরও রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

Advertisement

এমডিআইএইচ/বিএ/জেআইএম