আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

রিজার্ভ সৈন্যদের ডেকেছে ইসরায়েল, গাজায় ফের হামলার শঙ্কাবন্দি বিনিময় স্থগিত হয়ে যাওয়ায় গাজায় আবারও হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরই মধ্যে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠিয়েছে তারা। আগামী শনিবারের মধ্যে হামাস আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে আবারও হামলা শুরু হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল।

গাজাবাসীকে গ্রহণে ট্রাম্পের চাপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান জর্ডানেরগাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জর্ডানের বাদশাহ বলেছেন, ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে এবং এই বিষয়ে আরব দেশগুলো একমত।

ট্রাম্প-মোদীর বৈঠকে প্রাধান্য পাবে যেসব বিষয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বৈঠকে বাণিজ্য, শুল্ক ও অভিবাসন সংক্রান্ত ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে। মোদী এই সপ্তাহে ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেসময় তাদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হবে।

Advertisement

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের জাতীয়তাবাদী নীতি মোদীর জন্য কতটা স্বস্তির?বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির প্রধানমন্ত্রী হিসেবে এই সপ্তাহে হোয়াইট হাউজে যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। ভারতের অদম্য এই উত্থানের দিকে নজর আছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের প্রথম মেয়াদে মোদীর সঙ্গে ভালো সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছিল। এই সম্পর্ক আরও ভালো হতে পারে বলেও আশা করছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি।

ট্রাম্পের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে দাম বাড়তে পারে যেসব পণ্যেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই নির্দেশ আগামী মার্চ মাস থেকেই কার্যকর হবে। ফলে কানাডা, মেক্সিকো, ব্রাজিল এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের জন্য আর কোনো শুল্ক ছাড় থাকছে না।

ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনার নিন্দা জানালো উ. কোরিয়াট্রাম্পের গাজা দখল ও দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়।

জিম্মিদের না ছাড়লে গাজায় ফের হামলার হুমকি নেতানিয়াহুরতিনজন ইসরায়েলি জিম্মিকে আগামী শনিবার মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয় হামাসের পক্ষ থেকে। এবার তার কড়া জবাব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে।

Advertisement

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ গর্জন হারিয়েছে আসিয়ানের ‘টাইগার’ অর্থনীতিদক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির গতি একসময় এতটাই প্রবল ছিল যে ‘তাদের টাইগার অর্থনীতি’ বলা হতো। তবে বর্তমানে এই অঞ্চলের বেশিরভাগ দেশ আর আগের মতো প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না। বিশেষ করে চীনের উত্থান, মার্কিন অর্থনৈতিক নীতি ও বৈশ্বিক যোগান শৃঙ্খলে (সাপ্লাই চেইন) পরিবর্তনের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের অর্থনৈতিক প্রবাহ দুর্বল হয়ে পড়েছে।

সৌদি আরবে ৫০০ কোটি ডলারে এআই ডাটা সেন্টার নির্মাণের ঘোষণাসৌদি আরবের নিওম শহরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি ডাটা সেন্টার নির্মাণে ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে স্থানীয় একটি কোম্পানি। সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ডাটাভোল্ট এবং নিওমের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে ১ দশমিক ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব এআই ডাটা সেন্টার তৈরি করা হবে।

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর ডলার ছিনতাই, যুবক গ্রেফতারদেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর এলাকায় অমিত মুখার্জি নামে বাংলাদেশি শিক্ষার্থীর কাছ থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে পেট্রাপোল স্থলবন্দরে থানার পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।

অধিকৃত ভূমি বিনিময়ে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলো রাশিয়াঅধিকৃত অঞ্চল বিনিময় করার জন্য ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। কিয়েভে রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত জানানো হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করছে, ক্রেমলিন শান্তির জন্য আগ্রহী নয়।

দুই দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন এরদোয়ানপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১২ ফেব্রুয়ারি দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

কেএএ/জেআইএম