নড়াইল সদরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার তুলরামপুর গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার (২৫) এবং একই উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা সাব্বির (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সেন্টু হাওলাদার। অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
Advertisement
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ হাসান ফেরদৌস জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাফিজুল নিলু/এসআর/জেআইএম
Advertisement