দেশজুড়ে

বার নির্বাচনে সভাপতি পদে আ’লীগ নেতা, ছাত্র-জনতার আলটিমেটাম

মৌলভীবাজার আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতা ও মামলার আসামি প্রার্থী হওয়ায় অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাকে প্রার্থিতা থেকে অপসারণের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র-জনতা।

Advertisement

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা কোর্ট বারের সামনে এ অবস্থান কর্মসূচি করা হয়। এদিকে এ ঘটনায় জরুরি সভায় বসেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন।

এর আগে বিকেলে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে জেলা বার ভবনের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জি.পি মামুনুর রশীদকে এক ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

আন্দোলনকারী এএসএম বাবলু বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান। আন্দোলনের সময় তিনি বিভিন্নভাবে আমাদের বাধা দিয়েছেন। তাই আমরা উনাকে নির্বাচন থেকে অপসারণের দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছেন। তাই আমরা অবস্থান করছি।

Advertisement

জি.পি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আমি নির্বাচন কমিশনের অন্য সদস্যদের ডেকেছি। তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাবো। আমরা চাচ্ছি না এটাকে কেন্দ্র করে কোনো হট্টগোল হোক। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা। এতে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান।

সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও অ্যাডভোকেট জয়নুল হক। সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে চারজন, জুনিয়র সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সিনিয়র সদস্য দুজন হলেন মহিউদ্দিন মানিক ও কমিউনিস্ট পার্টির ডাডলি ডেরিক প্রেন্টিস, সহ-সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ মজনু ও বিএনপির শাহ আখলাকুল আম্বিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Advertisement

ওমর ফারুক নাঈম/জেডএইচ/জিকেএস