‘খামারি’ নামের একটি অ্যাপস তৈরি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে তা নির্ধারণ করতে পারবেন।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষিতে আমাদের কি পরিমাণ উন্নতি হয়েছে এটা কিন্তু আমাদের জনগণ জানে না। আমাদের প্রধান খাবার হলো চাল। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গবেষণা করে কীভাবে উন্নতি করা যায় এই চেষ্টা করছে।
তিনি বলেন, আমাদের কিন্তু গত বছর চাল সেভাবে আমদানিও করতে হয়নি। কিন্তু এ বছর আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে। কারণ পরপর দুটি বন্যা হওয়ায় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বোরো ফসলটা ভালো হয় তখন হয়ত আমাদের খুব একটা চালের আমদানিরও প্রয়োজন হবে না। আলু পিঁয়াজ সবজি সবকিছুরই কিন্তু এ বছর দাম কমে গেছে। খুব বেশি দাম কমে গেলেও কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়। সে কিন্তু পরের বছর আবার সেই ফসল চাষ করতে চায় না। কৃষকরাই কিন্তু আমাদের প্রাণ। তাদের অবদান অনেক।
Advertisement
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গবেষণা করে কীভাবে উন্নতি করা যায় এই চেষ্টা করছে। তারা একটা নতুন অ্যাপস তৈরি করেছে। সেখানে একজন কৃষক তার কৃষি জমিতে দাঁড়িয়ে তার জমিতে কোন ফসলটা ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ কীটনাশক দিতে হবে সবকিছু কিন্তু ওই অ্যাপের (খামারি) মাধ্যমে নির্ধারণ করা যাবে। এই অ্যাপের খামারি অ্যাপস।
তিনি বলেন, অনেক সময় কৃষক ফসলে সার বেশি ব্যবহার করে ফেলেন। সার বেশি ব্যবহার করা কিন্তু মাটির জন্য খুবই খারাপ। কিন্তু কৃষক যদি এই খামারি অ্যাপটা ব্যবহার করে তাহলে সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন একটা নতুন সার আছে ডিওপি। ইউরিয়া সারের ২০ শতাংশ কিন্তু ডিওপির মধ্যেও থাকে। তাহলে কৃষক ১০০ শতাংশ ইউরিয়া সার না দিয়ে যদি ৮০ শতাংশ দেয় তাহলে কিন্তু বাকি ২০ শতাংশ ইউরিয়া থেকেই পেয়ে যায়। আর এটার জন্যই কিন্তু যারা গবেষণা করছে তারা আপনাদের জন্য অনেক কাজ করছে।
এমআইএইচএস/এমএস
Advertisement