চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫০০ শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। ‘আল কোরআন একাডেমি লন্ডনে’র সহযোগিতায় কোরআন বিতরণ করে মিনার নামে একটি সংগঠন।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মিনারের সদস্য মাসউদুর রহমান ফাহাদ। সভাপতিত্ব করেন মিনারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, কোরআন শুধু ঘরে রাখার জন্য নয়, এটি পড়া এবং মর্ম উপলব্ধি করার মাধ্যমে জীবন ও সমাজের পরিবর্তন সম্ভব। কোরআনের নৈতিকতা জীবনে ধারণ করলে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে।
Advertisement
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দীন বলেন, কোরআন পড়ার মাধ্যমে নৈতিক চরিত্র গঠন করে জাতির ভবিষ্যৎ নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া।
আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ বলেন, কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। এটি বুঝে পড়ে জীবনে বাস্তবায়ন করতে হবে।
মিনারের চেয়ারম্যান ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাকটিভ রমাদান নামে একটা প্রোগ্রামে ছাত্রলীগ কর্তৃক হামলার স্বীকার হয় শিক্ষার্থীরা। বর্তমানে এরকম প্রোগ্রামে হামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিনার প্রতিবছর এরকম অনুষ্ঠান করবে।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের বলেন, কোরআন একটি নির্ভুল গ্রন্থ। এটি পড়ে বুঝতে হবে এবং জীবনে ধারণ করতে হবে। কোরআনের মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠা সম্ভব।
Advertisement
আহমেদ জুনাইদ/জেডএইচ/এমএস