চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্রলীগের ওই নেতার নাম সামিউল আহসান সানি। তিনি শাখা ছাত্রলীগের সাবেক উপসাহিত্য সম্পাদক ছিলেন।
সানি ২০১৭-১৮ সেশনের ছাত্র। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে ধরে আনেন বলে অভিযোগ সানির সহপাঠীদের।
Advertisement
শিক্ষার্থীদের অভিযোগ, সানি ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন।
তবে সহপাঠীদের দাবি, সানি ছাত্রলীগ করলেও শেষের দিকে আন্দোলনে যোগ দেন। তিনি কুমিল্লায় আন্দোলন করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের এক নেতাকে আনা হয়েছে। আমি থানার বাইরে। বিস্তারিত পরে জানাবো।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে আনে। তাদের মধ্যে থেকে একজন অভিযোগ করে ওই ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি।
Advertisement
এসআইজে/এসআর/এএমএ