যশোরে ব্যতিক্রমী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে ঘিরে ঢল নামে হাজারও কিষান-কিষানির, জনতার। কেউ গ্রামের মেঠোপথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি নিয়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল, কাঁচি নিয়ে যোগ দেন সমাবেশে।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সদরের চুড়ামনকাটিতে ইউনিয়ন কৃষকদল এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিগত সরকারের সময়ে নির্যাতিত কৃষক মহাসিন আলম নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মিথ্যা স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ কৃষকদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে কৃষকের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তারা কৃষককে মনে রাখেননি। গায়ে গতরে খেটেও কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি। মোটাতাজা হয়েছে আওয়ামী লীগের নেতারা।’
চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষক মহাসিন আলম। তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাশকতা মামলায় তিনি কারাবরণ করেছেন। দীর্ঘদিন আটকের ভয়ে আত্মগোপনেও থেকেছেন। তার মতো নির্যাতনের শিকার হয়েছেন অনেকে।
Advertisement
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে চুড়ামনকাটি ইউনিয়ন কৃষকদল। কৃষকের পতিত ধানক্ষেতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অমিত বলেন, ‘দেশে একমাত্র বিএনপি কৃষকদের নিয়ে ভাবে। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হবে, যাতে সারা বছরই কৃষকদের মুখে হাসি থাকে।’
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্যসচিব সিকদার সালাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা সাধারণ আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
Advertisement
মিলন রহমান/এসআর/এমএস