খেলাধুলা

১৯ জনের সাথে কথা শেষ ‘বিশেষ কমিটির’, বৃহস্পতিবারই প্রতিবেদন

নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের সাথে মঙ্গলবার কথা বলার মধ্যে দিয়ে শেষ হয়েছে বাফুফে গঠিত ‘বিশেষ কমিটি’র অনুসন্ধান পর্ব। প্রথম দুই দিনে ১৮ ফুটবলারের সাথে কথা বলেছেন কমিটির সদস্যরা, যারা লিখিতভাবে কোচ পিটার বাটলারকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন। সবশেষে কমিটি কথা বলেছে পিটার বাটলারের সাথে।

Advertisement

জানা গেছে, কোচের সাথে ২০-২৫ মিনিট কথা বলেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। এ সময় পিটার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং টেকনিক্যালি সাবিনাদের অভিযোগগুলো খন্ডন করেছেন।

একজন পেশাদার কোচ তার দলকে যেভাবে পরিচালনা করেন তিনি সেভাবেই করছেন বলে জানিযেছে কমিটিকে। তবে কোচ কোনো ফুটবলারের বিপক্ষে সেভাবে কোনে অভিযোগ তোলেননি বলে জানা গেছে।

কমিটির সদস্যরা এখন ভিন্ন ভিন্নভাবে নিজেদের মতামত তৈরি করে সেগুলো নিয়ে আরেকটি সভা হতে পারে বুধবার বা বৃহস্পতিবার সকালের দিকে। ৭ জনের মতামত বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে কমিটি।

Advertisement

বুধবার দেশে ফিরবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন সভাপতির কাছে জমা দেবে। তারা একদিনও বিলম্ব করবে না।

আরআই/আইএইচএস/