আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ইউএসএআইডি বন্ধে ক্ষতি বাংলাদেশেরও, সুযোগ নিতে পারে চীনযুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাংলাদেশসহ গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন সহযোগিতা পরিকল্পনাকে বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এশীয় উন্নয়ন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চীনা সহায়তার বিকল্প তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা এখন হুমকির মুখে পড়েছে।

মার্কিন সহায়তা বন্ধ/ আফগানিস্তানে হাজারের বেশি মাতৃমৃত্যুর শঙ্কাযুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বন্ধের কারণে আফগানিস্তানে ২০২৮ সালের মধ্যে গর্ভকালীন এবং সন্তান জন্মদানের সময় বিভিন্ন জটিলতায় এক হাজারের বেশি নারীর মৃত্যু হতে পারে। জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে সতর্ক করেছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছেউত্তর আমেরিকাকে বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসের শুরুতে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে তা এক মাসের জন্য স্থগিত করেছেন তিনি। আলোচনার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে অভিবাসন নীতি থেকে শুরু করে বাণিজ্য ইস্যুর মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

Advertisement

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করলো চীনযুক্তরাষ্ট্রের আরোপ করা ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। এখন থেকে মার্কিন পণ্যগুলোতেও ১০-১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সি-১৭ নামক উড়োজাহাজটি তাদের নিয়ে রওনা হয়। তবে এতে ঠিক কতজন আছেন অবৈধ অভিবাসী আছে, তা জানা যায়নি।

খুব শিগগির সৌদি কিংবা আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠকশিগগিরই বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। দুটি উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সুইডেনে স্কুলে বন্দুকহামলা, এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশসুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোর একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবারের (৪ ফেব্রুয়ারি) এই ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা এখনো নিশ্চিত নয়। অভিযান চলমান রয়েছে।

Advertisement

শ্রীলঙ্কায় গাড়ি আমদানির নিষেধাজ্ঞা শিথিল, কেনার সামর্থ্য কতজনের?শ্রীলঙ্কা দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত হিসেবে কিছু যানবাহনের আমদানির নিষেধাজ্ঞা শিথিল করছে। গত ১ ফেব্রুয়ারি থেকে বাস, ট্রাক এবং বহুমুখী যানবাহন (ইউটিলিটি ভেহিকল) আমদানি চালু হয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) এবং টুকটুক (তিন চাকার রিকশা) আমদানির নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এটিও পর্যায়ক্রমে তুলে নেওয়ার পরিকল্পনা করেছে লঙ্কান সরকার।

জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড উচ্চতায়, বেশি যায় যুক্তরাষ্ট্রে২০২৪ সালে জাপানের খাদ্যপণ্যের রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জাপানের সামুদ্রিক মাছ আমদানির ওপর চীনের নিষেধাজ্ঞার পরেও দেশটির রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সাগরে ছাড়ার পর চীন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এরদোয়ানের সঙ্গে আলোচনায় বসছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্টআঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সিরিয়ায় তুরস্কের বিমান ঘাঁটি নির্মাণ ও সেনাদের প্রশিক্ষণও এই চুক্তিতে থাকতে পারে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গে তিস্তা নদীতে বিষ দেওয়ার অভিযোগ, ভেসে উঠছে শত শত মাছপশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর এক প্রান্তে শত শত মরা মাছ ভাসতে দেখা গেছে। কয়েক কিলোমিটারজুড়ে নদীতে এসব মাছ ভাসতে দেখা যায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিস্তা নদীতে মাছ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে মাছ ধরতে ভিড় করেন বহু মানুষ।

কেএএ/এমএস