খেলাধুলা

রাসেল, ভিন্স, ডেভিডদের রানপ্রতি ১০ লাখ টাকারও বেশি খরচ রংপুরের!

টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর রাইডার্স। এরপরই কেন যেন হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে দলটি। গ্রুপ পর্বে বাকি চার ম্যাচের সব ক’টিতে হার। যেখানে শীর্ষে থেকে প্লে-অফে যাওয়ার কথা, সেখানে তারা তিন নম্বরে থেকে উঠলো শেষ চারে। খেলতে হলো ইলিমিনেটর রাউন্ড।

Advertisement

বিদেশি নির্ভরতা বিপিএলের দলগুলোর যে কতটা প্রকট, রংপুর রাইডার্সের বেলায় তা পুরোপুরি প্রমাণিত। খুশদিল শাহ, অ্যালেক্স হেলসের মত পারফরমার না থাকার কারণেই এই পরিণতি ভোগ করতে হলো রংপুরকে।

শেষ পর্যন্ত ইলিমিনেটর রাউন্ড থেকে উত্তরণের জন্য চারজন বিদেশি ক্রিকেটার উড়িয়ে এনেছে আজ। খুলনা টাইগার্সের বিপক্ষে কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে আজ রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ইংলিশ ওপেনার জেমস ভিন্স, অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার টিম ডেভিড এবং ইংলিশ ঘরোয়া লিগের ব্যাটার অ্যানেউরিন ডোনাল্ড।

আরও আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশেষজ্ঞ ক্রিকেটার সুনিল নারিনের। যদিও কিট সমস্যার কারণে তিনি সময়মত রওয়ানা হতে পারেননি।

Advertisement

যে চারজন ক্রিকেটার এলেন, এদের মধ্যে খুলনার বিপক্ষে রংপুর রাইডার্সের একাদশে জায়গা পেয়েছেন তিনজন। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিড। মূলত ঢাকায় পৌঁছার কয়েকঘণ্টার মধ্যেই মাঠে নামতে হয়েছে এই তিন ক্রিকেটারকে। আগেরদিন তারা আরব আমিরাতে খেলেছেন আইএল টি-টোয়েন্টি। পরেরদিন বিমান থেকে নামার কয়েকঘণ্টার মধ্যে খেললেন বিপিএলে।

সুতরাং, রংপুরের বিদেশি নির্ভরতা কাটানোর যে পরিকল্পনা ছিল, তিন বিদেশিকে খেলানো হলেও তা কাটাতে পারেনি। খুলনা টাইগার্সের বিপক্ষে আজকের ইলিমিনেটর রাউন্ডের ম্যাচের স্কোরকার্ডের দিকে তাকালেই দেখা যাবে।

খুলনার বোলারদের সামনে মাত্র ৮৫ রানে অলআউট রংপুর রাইডার্স। এই ৮৫ রানের মধ্যে জেমস ভিন্স (৭ বলে ১), টিম ডেভিড (৯ বলে ৭) ও আন্দ্রে রাসেলের (৯ বলে ৪) সর্বমোট অবদান মাত্র ১২ রান। বল হাতে আন্দ্রে রাসেল ১ ওভারে ১৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। অর্থ্যাৎ, তিনজন মিলে ২৫ বলে ১২ রান করে ৬ বলে দিয়েছেন ১৪ রান।

রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট ঘনিষ্ট একটি সূত্রে জানা গেছে,আন্দ্রে রাসেলকে এই একটি মাত্র ম্যাচের জন্য দেয়া হয়েছে ৩০ হাজার ডলার। জেমস ভিন্স ও টিম ডেভিডকে কত করে দেয়া হয়েছে, অংকটা সঠিকভাবে বলতে না পারলেও সেই সূত্রটি জানায়, ১৫ থেকে ২৫ হাজার ডলারের মধ্যে। আবার একাদশে না থাকলেও দলে ছিলেন অ্যানেউরিন ডোনাল্ড। অর্থ্যাৎ, এই ইলিমিনেটর রাউন্ডের একটিমাত্র ম্যাচের জন্য চার বিদেশি ক্রিকেটারকে প্রায ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) পারিশ্রমিক দেয়া হয়েছে।

Advertisement

অর্থ্যাৎ, প্রায় ১ কোটি ২২ লাখ টাকা খরচ করে একটি মাত্র ম্যাচ থেকে রংপুর রাইডার্সের প্রাপ্তি মাত্র ১২ রান। রানপ্রতি রংপুরের খরচ হয়েছে ১০ লাখ টাকারও বেশি (১০ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা প্রায়) করে। আবার আন্দ্রে রাসেল তো ৬ বলে ১৪ রান দিয়ে সে রানগুলো ফেরতই দিলেন!

উল্লেখ্য, রংপুর আজ খুলনার বিপক্ষে যে চার বিদেশি ক্রিকেটার খেলিয়েছেন, তার মধ্যে একজন ছিলেন পাকিস্তানের পেসার আকিফ জাভেদ। তিনি আগে থেকেই দলের সঙ্গে ছিলেন এবং প্রায় পুরো বিপিএলেই খেলেছেন।

এআরবি/আইএইচএস/