ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সগীর আহমেদ।
Advertisement
দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আইন, ২০১০’ এর ধারা-১০(২) অনুযায়ী অধ্যাপক সগীর আহমেদকে অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এনআইবির মহাপরিচালক পদে তার নিয়োগ কার্যকর হবে।
আরএমএম/এমএএইচ/
Advertisement