বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের আমলে ধনী আরও ধনী হয়েছে। গরীব আরও গরীব হয়েছে। আওয়ামী লীগ এই বৈষম্য তৈরি করেছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। আমরা মানুষের কল্যাণে কাজ করবো।
Advertisement
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পৌরসভায় প্রাঙ্গণে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। হাজার লাখ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা রয়েছে। ৬ লাখ কোটি টাকা ঋণখেলাপি রয়েছে। হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। বিএনপি দেশ গড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন। অপকর্মের ফলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। তাই বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার তাদের নেই।
Advertisement
শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
সঞ্জিত সাহা/জেডএইচ/এএসএম