জাতীয়

আওয়ামী লীগের ট্রল বাহিনী আমার পরিবারকে টার্গেট করেছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। খুবই ন্যক্কার, আমরা জানি তাদের ক্যারেক্টার (চরিত্র) কী রকম, এটা তো আর নতুন কিছু নয়।

Advertisement

তিনি বলেন, সবচেয়ে আনফরচুনেট, যারা এগুলো করছে তাদের সাথে উনাদের ফরমার (সাবেক প্রধানমন্ত্রী) মিটিংও করছেন। দেখেন উনার রুচিটা কোথায়, বুচার অব বেঙ্গলের রুচিটা কোথায়?

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মী একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেলা এবং স্ট্যাটাস সরিয়ে নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রেস সচিব সাম্প্রদায়িক সহিংসতা দাবি করা ২৩ ঘটনার কারণ জানালো প্রেস উইং

শফিকুল আলম বলেন, আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা ওদের সঙ্গে মিটিং করছেন। কারও মেয়ের গলার ওপরেরটুকু কেটে নিচের দিকে পর্নোগ্রাফি ছবি দিয়ে দিচ্ছে। ওদের সাথে বুচার অব বেঙ্গল মিটিংও করছেন, এদের রুচিটা কোথায়?

Advertisement

তিনি বলেন, আমাদের অনেকে রুচি শেখান, এটা ভয়ানক একটা জিনিস।

এমইউ/বিএ/এএসএম