খেলাধুলা

সৌদিতে কন্ডিশনিং ক্যাম্পে হামজাকে পাচ্ছেন না ক্যাবরেরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির অংশ হিসেবে মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরব যাচ্ছে জাতীয় ফুটবল দল। ২১ ও ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সৌদির ক্যাম্পের জন্য দলের নাম ঘোষণা করবেন।

Advertisement

২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ৫ দিন অনুশীলন করবে দল। তারপর ৫ মার্চ জাতীয় দলকে নিয়ে সৌদি আরব যাবেন কোচ। তবে ঢাকায় ও সৌদি আরবে অনুষ্ঠিতব্য ক্যাম্পে দলের সবচেয়ে বড় তারকা ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীকে পাবেন না কোচ।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশে এশিয়ার কাপ বাছাইয়ের মিশন। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। বাফুফে সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী সরাসরি ভারতে গিয়ে দলের সাথে যোগ দিতে পারেন কিংবা নিজের ক্লাব থেকে আগে ছাড়া পেলে ভারত যাওয়ার আগে ঢাকায়ও ক্যাবরেরার দলে যোগ দিতে পারেন।

সবকিছু ঠিক থাকলে ফুটবল দল সৌদি আরব থেকে ফিরবে ১৭ বা ১৮ মার্চ। দুই দিনের মতো ঢাকায় অনুশীলন করে ফুটবল দলের শিলং যাওয়ার কথা আছে ২০ মার্চ। হামজা দুই-তিন আগে আসতে পারলে ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন। তা নাহলে তিনি সরাসরি ভারত গিয়ে জাতীয় দলের সাথে যোগ দেবেন।

Advertisement

যখনই ঢাকায় আসুক দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় মুখ হামজা চৌধুরী, বাফুফে তার জন্য রাজকীয় সংবর্ধনা আয়োজন করবে বলে জানিয়েছেন ফেডারেশনের এক কর্মকর্তা।

আরআই/এমএমআর/এএসএম