একুশে বইমেলা

বইমেলায় এলো ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ (The Epic Fall of Dictator Sheikh Hasina) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।

Advertisement

বইটি প্রকাশ করেছে গ্রিপার মার্ক পাবলিকেশন। গ্রন্থমেলার ৬৮৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলে সোমবার (৩ ফেব্রুয়ারি) জাগো নিউজকে জানিয়েছেন আইনজীবী নিজে।

বইটিতে ৯টি অধ্যায়ে শেখ হাসিনার জীবনের উত্থান-পতন, গণতন্ত্রের মানসকন্যা থেকে স্বৈরাচার হয়ে ওঠা ও তার পতন-পলায়ন নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে।

বইটিতে বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ব্যাপক ছাত্র বিক্ষোভ ও গণহত্যার বর্ণনা রয়েছে বিস্তারিতভাবে।

Advertisement

বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। উত্তাল দিনে ছাত্র আন্দোলনে যা দেখেছি, তাই লিখেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। বইটি পাঠকদের জুলাই এবং আগস্টের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে এটি আমি নিশ্চিত করে বলতে পারি।

এফএইচ/এমএইচআর/এএসএম