দেশজুড়ে

৬৪ জনের নামে মামলা, নারীসহ গ্রেফতার ১১

পাবনার সুজানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক মো. আজাহার আলী এ মামলা করেন।

এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েকশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ঘটনায় এক নারীসহ ১১ জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

Advertisement

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য গতরাতেই যৌথ অভিযানে ১৬ জনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ১১ জনকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামি আব্দুল ওহাবসহ অন্যরা পলাতক। তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এর আগে ২ ফেব্রুয়ারি সুজানগরে মথুরাপুর মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বের হলে পুলিশ আব্দুল ওহাবকে গ্রেফতার করে।

এ খবর ছড়িয়ে পড়লে মথুরাপুর, নারায়ানপুর, ভবানীপুর ও বলরামপুরসহ কয়েকটি গ্রামের ৫০০-৭০০ লোক এসে জড়ো হন। এরপর পুলিশের গাড়ি থামিয়ে ওহাবকে ছিনিয়ে নেন। ঘটনার পরই গাঢাকা দেন ওহাব ও তার সমর্থকরা।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/এএসএম

Advertisement